
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীকে আমরা শিক্ষানগরীর বলি। যদিও এটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনো নেই। আগামীতে রাজশাহীকে পুর্নাঙ্গ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে কিছু কাজ বাকি আছে। তার মধ্যে একটি হলো পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ আছে, সেখানে ভবন সহ জায়গাও আছে, শিক্ষক আছে, এখন শুধু ঘোষণা প্রয়োজন। রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, গালর্স ক্যাডেট কলেজ সহ রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহীর সরকারি ও বেসরকারি শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় অংশ নিয়ে শিক্ষকরা রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ...
Developed by BDITHOST