
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা আক্তার হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে নিয়ামতপুর থানা ফটকের সামনে মমতার পরিবার ও এলাকাবাসী মিলে মানববন্ধন করে। এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৪ সেপ্টেম্বর মমতা আক্তার স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। ৬ সেপ্টেম্বর উপজেলার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুলের মেয়ে মমতা। মানববন্ধনে মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। গ্রামবাসীর পক্ষে আকতার বলেন, মমতা হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে...
Developed by BDITHOST