হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এসএসসি ও এইচএসসিতে সেরা শিক্ষার্থীদের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস রাজশাহী এবং বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব।
হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রুহিয়া কাশেম, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে কৃতি ২০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয় ওই সকল শিক্ষার্থীদের হাতে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।