
অনলাইন ডেস্ক : এক উরফিতে রক্ষে নেই, শার্লিন চোপড়া (Sherlyn Chopra) দোসর। প্রচারের আলোয় থাকতে একের পর এক কাণ্ড ঘটান শার্লিন। সোশ্যাল মিডিয়া থাকে তার সাক্ষী। এবার হলুদ শিফন শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আজব কাণ্ড ঘটালেন তিনি। পুরুষদের ডেকে ডেকে নিজের বক্ষবিভাজিকায় ঢালতে বললেন জল। ইনস্টা বলিউডের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে শার্লিনের এই ভিডিও। যার নেপথ্যে ‘রাউডি রাঠোর’ সিনেমার ‘আরে প্রীতম প্যায়ারে’ গানটি ব্যবহার করা হয়েছে। তাতেই ভেজা শিফন শাড়িতে দেখা যাচ্ছে শার্লিনকে। এর মধ্যেই আবার পুরুষদের ডেকে আনছেন। বক্ষবিভাজিকায় ঢালতে বলছেন জল। শার্লিনের এই কাণ্ড থেকে অবাক নেটিজেনরা। অনেকে আবার রেগে আগুন। “নির্লজ্জতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে”, “এরা সমাজে মধ্যে এমন কাজ করে আর চায় এদের সম্মান করা হোক”, এমন কমেন্ট করা হয়েছে ভিডিওর কমেন্টবক্সে। অনেকে আবার ‘ডিসলাইক’...
Developed by BDITHOST