নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১০:২০। ১৫ মে, ২০২৫।

শিবগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড

মার্চ ৮, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার ভোর চারটার দিকে সাত্তারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

আরও পড়ুনঃ  বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপানের বাণিজ্য-শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৪৫), মো. হেলাল (২৪) ও রবিউল ইসলাম। তাঁদের মধ্যে আজিজুল ইসলামকে এক বছর এবং মো. হেলাল ও রবিউল ইসলামকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, ‘রাতে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু তোলার অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে তিন মাস এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।