চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর মোড় হতে চকটোলা ভায়া ডাক্তারপাড়া রাস্তা ও বিনোদপুর ইউপি অফিস হতে বিশ্বনাথপুর হাট ভায়া ক্যাপড়াটোলা পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটারের দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৫৫ লাখ টাক করেনব্যয়ে এই দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ উপলক্ষে ক্যাপড়াটোলা মোড় এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংরক সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।