স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সিপিসি-১ ইউনিট। বুধবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের দুটি আভিযানিক দল শিবগঞ্জ থানার দাইপুকুর ইউনিয়নের দারিগাছা গ্রামে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে বিকেল ৪টার দিকে দারিগাছা গ্রামের আঃ লতিফের বাড়ি থেকে আঃ লতিফ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ির অভ্যন্তরে পশ্চিম পাশের খড়ি রাখা ঘরের ভেতর থেকে ১৭৭ বোতল অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আঃ লতিফ মৃত আমজাদ আলীর ছেলে এবং তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
একই দিনে একই এলাকার অপর একটি অভিযানে আবু সায়েদ আলী (৪৬) নামের আরেক মাদক কারবারিকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষের ভেতরে কাপড় রাখার র্যাক থেকে ১২০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আবু সায়েদ আলী মৃত সেকেন্দারের ছেলে এবং দারিগাছা গ্রামের বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় চলছিল। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি দুইজন ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
