নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:২৯। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

শিবচরে রেলওয়ের লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৫৭
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের বৈধ লিজগ্রহীতা মো. রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লিজগ্রহীতা মো. রাসেল মিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লিজ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পাচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’

আরও পড়ুনঃ  তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

‘আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ

রাসেল মিয়া এ সময় সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা চাই, সত্য প্রকাশিত হোক এবং বাজার পরিচালনায় যাতে কোনো প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।’

আরও পড়ুনঃ  পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানযট

সংবাদ সম্মেলনে পাঁচ্চর বাজারের ইজারাদার ওসমান বেপারী, স্থানীয় সামাজিক বাজারের সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা, বাজারের ফল ব্যবসায়ী নাসির উদ্দিন, বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, মোতালেব বেপারী উপস্থিত ছিলেন। তারা মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।