নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:০৭। ২১ মে, ২০২৫।

শিবলির সেঞ্চুরিতে আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মে ২০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে এবার প্রথম চারদিনের টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে প্রথম দিন শেষে বৃষ্টির বাধা উপেক্ষা করেও বড় সংগ্রহের পথে টাইগাররা। দিন শেষে স্বাগতিক ইমার্জিং দল ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছে।

আরও পড়ুনঃ  পাবনায় জামায়াতের অফিসে আগুন, পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এদিন সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের ওপেনার আশিকুর রহমান শিবলি। মূলত এই ওপেনারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে ছুটছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করেই শিবলি ফিরেছেন, ১০৪ রানে। এ ছাড়া অধিনায়ক শাহাদাত হোসেন দিপু অপরাজিত রয়েছেন ৪২ রানে, সঙ্গে ৩১ রানে ক্রিজে আছেন প্রীতম কুমার।

আরও পড়ুনঃ  বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি: নিরাপত্তা উপদেষ্টা

আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ইনোসেন্ট এনটুলির ডেলিভারিতে ১২ রান করতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরে তিনে নামা আইচ মোল্লা ২৪ রানের বেশি করতে পারেননি। আন্দিলে সিমেলানের শিকার হওয়ার আগে আরিফুল ইসলাম করেন ৩ রান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।