অনলাইন ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে এবার প্রথম চারদিনের টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে প্রথম দিন শেষে বৃষ্টির বাধা উপেক্ষা করেও বড় সংগ্রহের পথে টাইগাররা। দিন শেষে স্বাগতিক ইমার্জিং দল ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এদিন সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের ওপেনার আশিকুর রহমান শিবলি। মূলত এই ওপেনারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে ছুটছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করেই শিবলি ফিরেছেন, ১০৪ রানে। এ ছাড়া অধিনায়ক শাহাদাত হোসেন দিপু অপরাজিত রয়েছেন ৪২ রানে, সঙ্গে ৩১ রানে ক্রিজে আছেন প্রীতম কুমার।
আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ইনোসেন্ট এনটুলির ডেলিভারিতে ১২ রান করতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরে তিনে নামা আইচ মোল্লা ২৪ রানের বেশি করতে পারেননি। আন্দিলে সিমেলানের শিকার হওয়ার আগে আরিফুল ইসলাম করেন ৩ রান।