নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:৪০। ৯ মে, ২০২৫।

শিল্পায়নের চেষ্টা অব্যাহত আছে : মেয়র লিটন

মার্চ ২৩, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রæপের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত সভায় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেতৃবৃন্দ বিভিন্ন মতামত তুলে ধরেন। মেয়র নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন। সভায় বক্তারা সুন্দর বাসযোগ্য নগরী রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে মাননীয় মেয়রের পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতোপূর্বে সিডিসি ক্লাস্টার, প্রাইমারী গ্রæপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আগামীতে ওয়ার্ড পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের মাধ্যমে সিডিসির সদস্যরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে থাকেন। সিডিসির মাঠ পর্যায়ের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য সিডিসি নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সিডিসির সদস্যদের কীভাবে আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টিতে সিডিসির সদস্যরা নিজেদের উদ্যোগে তৈরী পোষাক, টুপি তৈরী, তৈরি খাবার, মুড়ি তৈরী করে প্যাকেটজাত করেও বাজারজাত করতে পারেন। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার।

সভায় আরও বক্তব্য দেন নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেত্রী সুফিয়া, সুরাইয়া, রুবিনা, শহিদা, সুইটি, বেবি, বন্দনা, পপি রিনা, জেসমিন, নিপা, সাবিহা, সাহেদা। সভা সঞ্চালনা করেন সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি। মতবিনিময় সভায় নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের প্রাইমারী গ্রæপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।