
হুমায়ুন কবীর, রাজশাহী : অগ্রহায়ণ মাসের শুরু থেকেই রাজশাহীতে কমছে তাপমাত্রা। ফলে শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যার কারনে গরম কাপড়ের দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। রোববার সকাল থেকেই নগরীর ফুটপাত ও অস্থায়ী ভ্রাম্যমাণ কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখা যায়। নগরীর আদালত চত্বরে ফুটপাতে দেখা গেছে পুরাতন গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়। তবে বিক্রেতারা বলছে বিক্রির চেয়ে দেখছে বেশি, শীত আরেকটু বাড়লে বিক্রি বাড়বে। তবে ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা তুলনামূলক বেশি দাম চাচ্ছে কাপড়ের। এছাড়াও নগরীর বিভিন্ন দোকানগুলোতে বাহারি রঙ ও ডিজাইনের শীতের পোশাক দেখা যাচ্ছে। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজ ও মানের জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, হুডি, মেগি হাতা জ্যাকেট, মোটা কাপড়ের টি-শার্ট, মাফলার, কানটুপিসহ হরেক রকমের শীতবস্ত্র। তবে ফুটপাতগুলোতে হুডি, সোয়েটার, জ্যাকেট মোটা কাপড়ের...
Developed by BDITHOST