নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:৫৬। ২৯ অক্টোবর, ২০২৫।

শুক্রবার শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা

অক্টোবর ২৯, ২০২৫ ৬:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রাণের মেলা বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। ৯ দিনব্যাপী এ বইমেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১ টায়।

বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানানো হয়েছে, এবারের বইমেলায় ৭০ ঊর্ধ্ব স্টল থাকবে। এসব স্টলে শোভা পাবে ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের বিচিত্র সব বই।

মেলায় প্রতিদিনই গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকাশকদের নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।