নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:০৫। ১৯ আগস্ট, ২০২৫।

শুটিং সেটে জ্ঞান হারান অভিনেত্রী, ফিরলেন নতুন উদ্যমে

আগস্ট ১৮, ২০২৫ ৯:২০
Link Copied!

অনলাইন ডেস্ক : ললিউড অভিনেত্রী সাবা কামার প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর ফের কাজে ফিরেছেন। গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে হৃদরোগজনিত জটিলতার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।

হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কারণ জানান সাবা। তিনি জানান, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে তার এই হৃদরোগের সমস্যা হয়েছে। তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে প্রকাশ করতে। একইসঙ্গে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  হাসপাতাল নিয়ে পরীমণির রহস্যজনক পোস্ট

সাবা সম্প্রতি তার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, যদিও তিনি জানিয়েছেন এখনো পুরোপুরি সুস্থ হননি। নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত এবং দ্রুত শুটিং শুরু করতে চান। বরাবরের মতোই নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবা। সাবা জানান, দর্শকদের ভালোবাসা আর শুভকামনাই তাকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে সাহায্য করেছে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবা কামার তার অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করার ব্যাপারে আশাবাদী। নতুন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি সাবা। তবে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখতে পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।