
 অনলাইন ডেস্ক : ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘দম’। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন পূজা চেরি। এক প্রশ্নের জবাবে মজা করে তিনি বলেন, ‘এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা।’ পূজার কথায় হেসে নিশো জবাব দেন, ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’ আলাপে আরও যোগ করে পূজা বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে শুটিংয়ে গিয়ে কী...
অনলাইন ডেস্ক : ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘দম’। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন পূজা চেরি। এক প্রশ্নের জবাবে মজা করে তিনি বলেন, ‘এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা।’ পূজার কথায় হেসে নিশো জবাব দেন, ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’ আলাপে আরও যোগ করে পূজা বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে শুটিংয়ে গিয়ে কী...
Developed by BDITHOST