
স্টাফ রিপোর্টার : শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’কে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরএমপিতে অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা। আজ ৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। উক্ত সভায় পুলিশ কমিশনার বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে এবং ভিডিও চিত্র ধারণ করা হবে। প্রস্তুত থাকবে আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিট। এর পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে। বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে কোনো...
Developed by BDITHOST