নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১১:১৯। ১২ আগস্ট, ২০২৫।

‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’

আগস্ট ১২, ২০২৫ ৭:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : কলকাতা থেকে মুম্বাই, দু’টি ভিন্ন ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে কাজ করে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন ওপার বাংলার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তিনি, এখন কাজ করছেন হিন্দি ধারাবাহিকেও।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের পথচলা, ব্যক্তিগত জীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

মুম্বাই ও কলকাতার মধ্যে নিত্য যাতায়াত নিয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘এটাই তো চেয়েছিলাম। কাজের মধ্যে দৌড়ঝাঁপেই জীবন কাটুক। আমি এমনিতেই ভ্রমণ করতে ভালোবাসি, তাই তেমন কোনও সমস্যা হচ্ছে না।’

আরও পড়ুনঃ  জাতীয় পার্টির কাউন্সিল শনিবার, ইসিকে অবহিত করেছে কাদেরবিরোধী অংশ

দু’টি ইন্ডাস্ট্রির কাজের ধরনে পার্থক্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে কাজের ধরন তেমন আলাদা নয়, এটি কেবলই কথার কথা। বাংলায় খুব কম বাজেটে কাজ করতে হয়। মুম্বাইয়ে সেই সমস্যাটা নেই। তবে বাংলায় কনসেপ্টের অভাব নেই, কেবল সেগুলোর বাস্তবায়ন করতে কিছুটা সমস্যা হয়। মুম্বাইয়ে পেশাদারিত্ব কিছুটা বেশি। সেখানে প্রত্যেককে অডিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

তার কথায়, ‘হিন্দি, বাংলা বলে বিষয়টা নয়। আমি দু’টি মাধ্যমেই কাজ করে বলছি, দর্শকের যদি কোনো কনটেন্ট পছন্দ না হয়, তাহলে সেটা চলবে না। যেমন ধরুন, ভীষণ জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ এখনও চলছে। অথচ আমার ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’ বন্ধ হয়ে গিয়েছে, কারণ মানুষ তা পছন্দ করেনি। তাই কনটেন্ট ভালো না হলে সেটাই সমালোচনার মুখে পড়বে, আর আমাদের তা শুনতেই হবে।’

আরও পড়ুনঃ  উড্ডয়নের পরপরই কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬

কখনও কাউকে ভুল বুঝে আক্ষেপ করেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যা, ভুল করেই ভুল বুঝেছিলাম। তবে যেদিন বুঝতে পেরেছি আমি ভুল, সেদিন নিজে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি।’

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

অন্য সহশিল্পীরা যেখানে এখনো একই জায়গায় রয়েছেন, সেখানে তার সফলতার রহস্য কী? এমন প্রশ্নের জবাবে দেবচন্দ্রিমা বলেন, ‘সকলেই পরিশ্রমী তবে আসল বিষয় হলো ঝুঁকিটা নিতে হবে। সবাই সেটা পারেন না। শূন্য থেকে শুরু করতে আমার কোনো সমস্যা ছিল না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।