
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিষ্টি বিতরণ করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি রাজশাহীর নগরীর আহবায়ক মোবাশ্বের আলী সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার স্লোগান দিতে থাকেন। অন্যদিকে একই রায়ের প্রতি সন্তুষ্টি...
Developed by BDITHOST