
স্টাফ রিপোর্টার : শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, দুর্ভিক্ষও হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। বাংলাদেশকে কীভাবে স্মার্ট দেশে রূপান্তর করতে হবে তা নিয়ে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, এমন কোনো ব্যক্তি নেই যে, প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পায়নি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, ল্যাকটেটিং ভাতা দেয়া হচ্ছে। সরকারি ভাতা দেয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয় না। সবাই শেখ হাসিনার উপকারভোগী। তিনি প্রধানমন্ত্রীর...
Developed by BDITHOST