নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:১৫। ১৫ মে, ২০২৫।

শেয়ারবাজারে ১১ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আগস্ট ১৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১১ মিউচুয়াল ফান্ড। এরমধ্যে জন্য ৬ শতাংশ থেকে ১৪ দশমিক ৫ পর্যন্ত লভ্যাংশ রয়েছে। এর সবগুলোরই তহবিল ব্যবস্থাপক রেস এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

জানা গেছে, ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল মিউচুয়াল ফান্ড। এছাড়াও আলোচ্য সময়ে ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেবে ৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, জনতা ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ডিএইচপি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ইনকাম ফান্ড ৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

অন্যদিকে রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড বিনিয়োগকারীদের জন্য ১৪ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে এই ১১ তহবিলের গড় লভ্যাংশ ৭ দশমিক ৯১ শতাংশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

সংশ্লিষ্টরা বলছেন, বতর্মানে অধিকাংশ তহবিলের বাজারমূল্য ১০ টাকার নিচে। এ হিসেবে এ লভ্যাংশ ১০ শতাংশ ছাড়িয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।