
স্টাফ রিপোর্টার : 'আমার বয়স ৯৮ বছর। এবার প্রথম ভোট দিলাম ইভিএমে। এর আগে আমি ব্যালটে ভোট দিয়েছি। আমার কাছে ইভিএম সহজ মনে হল। শেষ বয়সে এসে ইভিএমে ভোট দেওয়ার স্বাদ পেলাম।' এভাবে কথাগুলো বলছিলেন শ্রী ভদ্র রানী। তিনি নগরীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দিতে এসেছিলেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ভোটারদের ব্যালট পেপারে ভোট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এই প্রথম সিটির সব ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। যদিও ২০১৮ সালে রাসিকের শুধু মাত্র ১২ নম্বর ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আর বাকি ২৯টি ওয়ার্ডে ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। এবার রাসিকের ৩০টি ওয়ার্ডে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ভোটার...
Developed by BDITHOST