
সংবাদ বিজ্ঞপ্তি : কৃষক শ্রমিক ও শ্রমজীবী মানুষের সঙ্গে প্রতারণামূলক রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, কৃষক শ্রমিকদের জোর দিয়ে বলা হয়; আপনারা উৎপাদন করুন ফসল ফলান। কিন্তু কৃষক যখন উৎপাদিত ফসলের নায্য মজুরি পায় না, তখন আমরা কেউই তাদের পাশে এসে দাঁড়াই না। শ্রমজীবী মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা রাজনীতি চলতে পারে না। অবিলম্বে এটি বন্ধ করতে হবে। সোমবার সকালে শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে লাল পতাকাসহ একটি রেলি বের করা হয়। এতে এমপি বাদশাসহ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শ্রমিক সমাবেশে রাজশাহী-২...
Developed by BDITHOST