স্টাফ রিপোর্টার : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে নিহত শ্রমিক সবুর আলীর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের বেজোরা গ্রামে নিহতের পরিবারের হাতে এক লাখ ৮০ হাজার টাকা তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
মিলন বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের পরিশ্রমেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে।” তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের তাদের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি আলহাজ্ব নবাব আলী।
তিনি বলেন, ইনসাব স্বচ্ছভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করে। ভবন মালিক ও হেড মিস্ত্রির কাছ থেকে সংগৃহীত এই অর্থ নিহতের পরিবারকে প্রদান করা হয়েছে।
এ সময় ইনসাব ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে মরহুম সবুর আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

