
বিনোদন ডেস্ক : অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় খাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই নায়িকার ভক্তরাও যেন মুখিয়ে থাকেন, অভিনেত্রী কোথায়, কখন, কি করছেন সেই খোঁজ জানতেই। তাই কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এসব নিয়ে কখনো ভক্তদের ভালোবাসায় সিক্ত হন, আবার কখনো সমালোচনার মুখেও পড়েন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, এক মেয়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘কে বলেছে বোন বেস্ট ফ্রেন্ড হতে পারে না?’ এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘নোংরামী ছাড়া আর কিছু না।’ আরেকজন লিখেছেন, ‘তাই বলে মেয়ের সঙ্গে…।’...
Developed by BDITHOST