নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:২৩। ১০ মে, ২০২৫।

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

মে ৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে গতকাল শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল। সিরিজ জয়ের পরদিনই আজ (শুক্রবার) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছে যুব ক্রিকেটাররা।

দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা যার যার নিজ বাড়ির পথ ধরবেন। এরপর আগামী ২০ মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।

এর আগে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯.১ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জাওয়াদ আবরার।

সর্বশেষ যুব এশিয়া কাপ জয়ের পর তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার লঙ্কান ভূমি থেকে জয় নিয়ে ফিরল। যা ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের জন্য অনুপ্রেরণার। অবশ্য এর আগেই একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।