নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৭:৪৭। ২২ আগস্ট, ২০২৫।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

আগস্ট ২২, ২০২৫ ৩:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ তাকে গ্রেফতার করেছে।

দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর তখন। ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান

ব্যক্তিগত সফরের জন্য বিক্রমসিংহে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ সকালে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগে (এফসিআইডি) আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে এসেছিলেন বিক্রমাসিংহে। সেখানেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

এর আগে বিক্রমসিংহে দাবি করেছিলেন, সম্পূর্ণ নিজ খরচে তার স্ত্রীর যাত্রা ব্যয় হয়েছিল। কোনো সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।