স্টাফ রিপোর্টার: বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে কোন রকম সংকট সৃষ্টি করা হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, ‘দীর্ঘ দিন পর বিএনপি মাঠে বেরিয়েছে। একটু আগে ওদের সমাবেশের ওইদিক দিয়ে এলাম। দেখলাম, রান্নাবান্না চলছে। একটা পিকনিক পিকনিক ভাব। সেটা করুক। শান্তিপূর্ণ সমাবেশ করলে অসুবিধা নেই। কিন্তু জনমালের ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টির মতো সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া আছে।’ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, এর আগে বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল। সেখানে তারা যে ধরনের আপত্তিকর কথা বলেছিল, তার জন্য আমরা দলীয়ভাবে রাষ্ট্রদ্রোহ মামলা করি।...
Developed by BDITHOST