স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডিএমসি স্কলার। শনিবার (২৭ মে) নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা ডাক্তারি পেশা বেছে নিয়েছে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় দাঁড়াতে হবে। যারা ডাক্তার তৈরি হবে তাদের মাথায় যেন থাকে মানুষের সেবায় কাজ করা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমসি স্কলারের পরিচালক নাসিম আনজুম মিরশাদ। এছাড়াও স্পিকার হিসেবে বক্তব্য রাখেন হাদিউর রহমান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

