স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে রোগীর দালালদের উৎপাত নিয়ে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকা ও সময়ের কথা ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালে লক্ষীপুরে দালালদের লাগামহীন দৌরাত্ম্য, বক্সের পুলিশ নির্বাক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে পুলিশের পক্ষ থেকে দালাল ধরতে অভিযানে নামেন রাজাপাড়া থানার লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার। অভিযানের প্রথম দিন রাজশাহী মেডিকেল হাসপাতালে বহির্বিভাগ এলাকা থেকে দুইজন সক্রিয় দালাল চক্রের সদস্যকে আটক করে আদালতে চালান করা হয়। আটককৃত দালাল দুইজন হলেন নগরীর কাজিহাটা এলাকার মো: সাইদুল শেখ ও একই এলাকার মো: চান মিয়া। বৃহস্পতিবার বেলা ১২ টায় তাদের আটক করে আদালতে চালান করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার বলেন, রোগীদের সাথে প্রতারণাসহ...
Developed by BDITHOST