নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:০৯। ২৮ জুলাই, ২০২৫।


Girl in a jacket

সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

জুলাই ২৭, ২০২৫ ১০:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘প্রথমে আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ৮০ করার প্রস্তাব দিয়েছিলাম। তবে এখন প্রস্তাব দিচ্ছি—৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে (১৫টি আসনে) নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। ভবিষ্যতে এটি ১০ শতাংশে উন্নীত করার কথা ভাবছি।’

আরও পড়ুনঃ  এশিয়া কাপ হবে আরব আমিরাতে, জানা গেল চূড়ান্ত সময় সূচি

তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে বিষয়টি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ আকারে হতে পারে। ভবিষ্যতে পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন—এই লক্ষ্যেই ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএনপি।

পুলিশ সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হবে, যা সংসদে পাস হওয়া আইনের আওতায় কাজ করবে। জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থাও থাকবে।’

আরও পড়ুনঃ  বরুণ ধাওয়ানকে বাড়ি থেকে বের করে দিতে চান স্ত্রী

রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা পঞ্চদশ নয়, পঞ্চম সংশোধনীতে থাকা মূলনীতি—আল্লাহর প্রতি আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ—পুনঃস্থাপন করতে চাই। তবে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় সম্প্রীতির মতো প্রস্তাবিত সংযোজন নিয়ে আমাদের আপত্তি নেই।’

প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নিয়েও ঐকমত্য এসেছে বলে জানান সালাহউদ্দিন। তার ভাষায়, ‘এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কমিশনের পক্ষ থেকেও এ কথা বলা হয়েছে।’

আরও পড়ুনঃ  তানোরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পিতল ও কাঁসা শিল্প

নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে।

সংলাপে আরও অংশ নেয় জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল। আলোচনা পরিচালনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দার।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।