স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টার আগেই বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে মঙ্গলবার বিকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে। জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে। আমরা মসনদে গেলে সেই সমস্ত অতি উৎসাহী পুলিশ সদস্যের বিচার হবে, যারা আমাদের দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছেন। গুলি করে হত্যা করছেন। এ জন্য সমাবেশ সফল করতে হবে। সবার প্রতি অনুরোধ সকাল ৯টার মধ্যে সমাবেশস্থলে ঢুকে পড়বেন।’ তিনি বলেন, ‘সবাই অনেক কষ্টে আছেন। এটা আমি বুঝি। আপনারা নির্যাতিত। আমার ছোট ছোট ভাইদের হত্যা করা হয়েছে। আল্লাহ কেন...
Developed by BDITHOST