নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:২৭। ১১ নভেম্বর, ২০২৫।

সড়ক বিভাজকে বৃক্ষরোপণ শুরু

সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সহযোগিতায় লংকা বাংলা ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নওদাপাড়ায় পোস্টাল একাডেমির সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার এর উদ্বোধন করেন।

সিটি করপোরেশন জানিয়েছে, শহরের সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করতে লংকা বাংলা ফাউন্ডেশন এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। লংকা বাংলা প্রাথমিক পর্যায়ে সিটি করপোরেশনকে ১২ হাজার ৩১২টি বিভিন্ন প্রজাতির গাছের চারা দিয়েছে। এগুলো নগরীর শহীদ এ.এইচ.এম.কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও বনায়নের জন্য রোপন করা হবে। পর্যায়ক্রমে সম্পূর্ণ সাড়ে ৮ কিলোমিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারিত হবে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, লংকা বাংলা ফাইন্যান্স পিএলসি-এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়াস প্রধান মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোয়েব, হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস (জিআইএস) মোহাম্মদ হাবিব হায়দার, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স মো. রাজিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।