অনলাইন ডেস্ক : আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পাওয়া যায় তাকে। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। কয়েকদিন যাবৎ রাজিবের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন। আর এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাংবাদিকদের সতর্ক করলেন প্রভা। সম্প্রতি এই পোস্ট করেন তিনি। কথার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে সাদিয়া জাহান প্রভা বলেন- গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন। প্রভাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে, যা...
Developed by BDITHOST