নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৩১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

সন্তানদের নিয়ে পূজার আনন্দে মাতলেন রাজ-শুভশ্রী

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৭:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : পূজা মানেই যেন কাজের ছুটি, সীমাহীন আনন্দ আর হাসিমুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো। আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্যরাও সামিল হয়, তবে তো আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই চিরায়ত আনন্দেই এবার মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।

দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান— ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি। সপ্তমীর সকালে শুভশ্রীকে দেখা গেল একেবারে ট্র্যাডিশনাল লুকে। গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি, যা তার রূপে এনেছিল বাড়তি আভা। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং অফ-হোয়াইট ধুতি।

আরও পড়ুনঃ  ‘ভ্রমণরোধ’ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

সাদা আর হলুদের এই নজরকাড়া কম্বিনেশন যেন পূজামণ্ডপের সকালকে আরও অসাধারণ করে তুলল। ছোট্ট দুই সন্তানকে এই সাদা-হলুদ থিমের সাজে সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভানকে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে। আর তাদের চোখের মণি, ছোট্ট ইয়ালিনি পরেছিল একটি হলুদ রঙের ফ্রক।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

হাতে সোনার চুড়ি, গলায় সোনার হার, হলুদ শাড়ির জমকে শুভশ্রী যেন সত্যিই হয়ে উঠেছিলেন ‘সোনার মেয়ে’। এদিন চোখে সানগ্লাস পরে, নিজে ঢাক বাজিয়ে পূজার উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার সেই প্রাণবন্ত ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

পূজামণ্ডপেই মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। মেনুতে ছিল খিচুড়ি, পায়েস এবং বিভিন্ন ধরনের তরকারি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে হাসিমুখে এই বিশেষ দিনের ভোজ সারল গোটা গাঙ্গুলী পরিবার।

আরও পড়ুনঃ  জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রীর এই পূজার আনন্দঘন মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে এই তারকা দম্পতিকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ছোট্ট ইউভান ও ইয়ালিনিকে জানিয়েছেন নির্মল ভালোবাসা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।