কামাল বারি সন্ধ্যা-স্মরণ— অনুরাগ... বেসামাল রোদের মতো অতিকল্পনা... চাঁদ নেই বাইরে— আলো আর কাচের দৃশ্যমালা... প্রবল ইচ্ছে-নদ গোধূলির আরক্তিম আকাশে প্রতিশ্রুতির অলেখা পত্রাবলি মেঘাকার... সাগর-সঙ্গমে মহাজঙ্গম স্রোত বহমান... না-ভাঙা-ব্রিড়া ভয় সন্ধ্যার আঁধারের মতো কালো কেশের আড়াল বেপরোয়া চোখ... সাগরিকা জড়োয়ায় প্রণয়ের সংলাপ... রং জাগা ঠোঁট তার... সন্ধ্যার স্মরণ বেলায় বিচিত্রিত... বুনোঘ্রাণ ফুলের মতন মুখখানি আলোকমালায় বর্ণিল— মিলে যায়।
Developed by BDITHOST