স্টাফ রিপোর্টার : জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল এই দাবিতে জনসমাবেশ অনুষ্টিত হয়। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১১ ঘটিকায় রাজশাহীর লালনশাহ মুক্ত মঞ্জে WE THE 99 , Fight Inequality Alliance (FIA), উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র আয়োজনে গ্লোবাল রেড ক্যাম্পেইন এর অংশ হিসেবে জনসমাবেশে তরুণ-যুবসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বলা হয়, সারা বিশ্বের মধ্যে জি ২০ দেশগুলোর মানুষ ১% বাকী সবাই ৯৯%। কিন্তু এই ১% সারাবিশ্বের ৯৯% মানুষকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশবিনাশী কার্যক্রম চালিয়ে জলবায়ু পরিবর্তনকে বাড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় মানুষের সংস্কৃতি, সম্পদ হারিয়ে যাচ্ছে। তারা মনে করেন জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পরিবর্তন করে একটি সবুজ, টেকসই ও মানুষসহ অন্যনান্য প্রাণবৈচিত্র্য ভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে...
Developed by BDITHOST