অনলাইন ডেস্ক : গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর।
রোববার জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি কবে থেকে শুরু হবে, জানালেন ট্রাম্প
পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে। হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।