
স্টাফ রিপোর্টার: গাছকে প্রকৃতির প্রাণভোমরা উল্লেখ করে রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের সাধ্যমতো গাছ লাগাতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের দারুস সালাম কামিল মাদ্রাসায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার সার্বিক সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির প্রধান অতিথি এমপি বাদশাসহ অন্যান্য অতিথিরা একটি করে বৃক্ষরোপণ করেন। পরে নিজ বাড়িতে নিয়ে লাগানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটির শিক্ষকদের হাতে একটি করে মোট দুই শতাধিক আম ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ করতে গিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, গাছ হচ্ছে প্রকৃতির প্রাণভোমরা। গাছের সঙ্গে আমাদের সম্পর্ক জীবন ও মরণের!...
Developed by BDITHOST