স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গোলাম রাব্বানী, এজাজুল ইসলাম।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী । সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু। সভায় রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখসহ সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

