
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন স্থানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। বোমা মেরে মানুষ হত্যা করে। আর দায় চাপায় বিএনপির ওপর। এই সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এ জন্য আন্দোলন করতে হবে। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’ শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সেলিমা রহমান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নাই। তারা দেশে মেগা প্রকল্পের নামে নেতারা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। সেখানে তারা বেগমপাড়া গড়ে তুলেছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ছেলেদের হাতে দা কুড়াল ও অস্ত্র তুলে দিয়েছে। তারা সেখানে এখন...
Developed by BDITHOST