ব্যাংক খাতে সংস্কারের অগ্রগতি জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে সরকারি ব্যাংকে উচ্চ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তবে করোনায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের প্রশংসা করেছে আইএমএফ। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এবং চ্যালেঞ্জ, এর থেকে উত্তরণের কী কী পরিকল্পনা করেছে তাও জানতে চেয়েছে সংস্থাটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধি দলের রুদ্ধদ্বার এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আইএমএফ স্টাফ ভিজিট মিশন-২০২২ নামে প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ঢাকা সফরে এসেছে। এর নেতৃত্বে রয়েছেন রাহুল আনন্দ। বৈঠক সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক প্রভাব নিয়ে কথা বলেছে আইএমএফ। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা বিনিময় হার উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছে...
Developed by BDITHOST