
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতা সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দোকান নির্মাণ হলে বাজারের মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে যাবে। তাই স্থানীয় মুসল্লিরা দোকানের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী বাজার জামে মসজিদের পাশে দোকানটি নির্মাণ করা হচ্ছে। কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও তাঁর ভাই শরিয়ত উল্লাহ দোকানটি স্থানীয় এক ব্যবসায়ীকে নির্মাণ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাটাখালী বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘কয়েকদিন আগে বাজারের মসজিদের যাতায়াতের একটি পথে একটি দোকান নির্মাণ কাজ শুরু হয়। ড্রেনের পাশে সরকারী জায়গায় এই দোকান নির্মাণ করা হলে মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে পড়বে। এ জন্য মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমিসহ অন্য...
Developed by BDITHOST