
নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা। মঙ্গলবার (৩০ মে) নওগাঁর সাপাহারে গোডাউন পাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ও বোরো ধানে বাম্পার ফলন হয়েছে এবং আমেও বাম্পার ফলন হয়েছে । কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে । আশা করি আমেও নায্যমূল্য পাবে । কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দু:খ কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাকে খরায় পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয়। কৃষক যে ফসল ফলায় তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার...
Developed by BDITHOST