নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:৫০। ২৫ নভেম্বর, ২০২৫।

সরকার ৭৫ হাজার টন সার ক্রয় করবে

নভেম্বর ২৫, ২০২৫ ১২:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন মৌসুমে পর্যাপ্ত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার সোমবার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন সার ক্রয় করা হবে, যার মোট মূল্য দাঁড়াবে ৩৯৯.৫০ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)এক প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১০ম লট হিসেবে সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  গভীর রাতে 'ধারালো অস্ত্র' নিয়ে ডাকাতি স্টাইলে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরি

অন্য প্রস্তাবে, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ৭ম লট হিসেবে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এর চুক্তিমূল্যও ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা। কমিটি উভয় প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

আরও পড়ুনঃ  ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

কর্মকর্তারা জানিয়েছেন, ফসল উৎপাদনের ভরা মৌসুমে সার সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এ আমদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।-
বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।