পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা এড়াতে সক্ষমতার সবটুকু নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু এলাকা এবং ঢাকা মহানগরীসহ পুরো দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। ২৫ জুন সেতু উদ্বোধনের দুদিন আগে থেকেই ঢাকা মহানগরীতে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। দেশের বড় উন্নয়ন প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মাথায় রেখে যে কোনো নাশকতা ও ধ্বংসাত্মক কাজ এড়াতে দফায় দফায় বৈঠক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি করা হচ্ছে। জঙ্গি, নাশকতাকারী, তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও সব ধরনের অপরাধীদের ধরতে চলছে অভিযান। অনলাইনে গুজব ও উসকানি প্রতিরোধে সাইবার মনিটরিং করছেন...
Developed by BDITHOST