
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার শিতলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসীর বিরুদ্ধে এবার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সম্প্রতি পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহানের কাছে লিখিত অভিযোগ করেছেন এক অভিভাবক। আজ বৃহস্পতিবার অভিযোগের সরেজমিন তদন্ত করার কথা রয়েছে। প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী এর আগে একই উপজেলার হাড়ুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ফেসবুকে স্টোরি প্রকাশের কারণে ২০২২ সালের ২৪ আগস্ট তিনি ওই স্কুলের একজন নারী সহকারী শিক্ষককে কান ধরে ওঠবস করিয়েছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে তাকে শিতলাই বিদ্যালয়ে বদলি করা হয়। এ বিদ্যালয়ে গিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। এ নিয়ে একজন অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা...
Developed by BDITHOST