
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেছেন, কেউ যেন এখনকার পুলিশকে ২০১৩-১৪ সালের পুলিশ মনে না করেন। পুলিশ কিংবা সাধারণ মানুষের গায়ে হাত পড়লে সেই হাত এবার আস্ত থাকবে না। রোববার আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন পুলিশের এই উপমহাপরিদর্শক (ডিআইজি)। পরদিন সোমবার বিকালে শহরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বললেন, ‘সামনে নির্বাচন। নির্বাচনমুখী চঞ্চলতা শুরু হবে। যদি আমরা কখনও দেখি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করার উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে আমরা সমুচিত জবাব দেব।’ তিনি বলেন, ‘আমরা যদি দেখি কোন একটি মহল উস্কানি দিচ্ছে বা কোন একটি মহল রাস্তাঘাটে নেমে সুন্দর এই শান্তির শহরকে, এই গ্রীণসিটির গ্রীণ...
Developed by BDITHOST