অনলাইন ডেস্ক : সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে তিনটি রেকর্ড হয়েছে। গত দুই দিন বারো রেকর্ড হওয়ায় এখন মোট রেকর্ড সংখ্যা ১৫। তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভাঙেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে রেকর্ড গড়লেন। আজ অন্য দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি,...
Developed by BDITHOST