অনলাইন ডেস্ক : ১১ বছর আগে মামলা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪ সালে দায়ের হওয়া সেই মামলার শুনানি শুরু হতে যাচ্ছে ২০২৫ সালে। ১০০ কোটি টাকার মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাই কোর্ট।
২০১৪ সালে দুই সংবাদমাধ্যম ও এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ধোনি। তার অভিযোগ, ২০১৩ সালে সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনার সময় তার নাম নেওয়া হয়েছিল। এতে তার মানহানি হয়েছে।
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় অন্য দলের হয়ে খেলেছিলেন ধোনি। চেন্নাইয়ের প্রত্যাবর্তনের পর একটা অনুষ্ঠানে ফিক্সিংয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তিনি বুঝিয়েছিলেন, এই ঘটনা তাকে কতটা ধাক্কা দিয়েছে। তাই ফিক্সিংয়ে তার নাম জড়ানোয় চুপ থাকেননি ধোনি। সরাসরি মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন।
বিচারপতি সিভি কার্তিকেয়ন এক জন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন। তিনি ধোনির বয়ান রেকর্ড করবেন। সশরীরে আদালতে হাজিরা দিতে পারতেন ধোনি। কিন্তু ধোনি কোর্টে গেলে সেখানে তার ভক্তরা ভিড় করতে পারে, ফলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই তার বয়ান রেকর্ড করে আনা হবে।
‘দ্য হিন্দু’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনির পিআর রমন একটা হলফনামা জমা দিয়েছেন। সেখানে আবেদন করা হয়েছে, এই মামলা যাতে আর বেশি দিন ফেলে রাখা না হয়। হলফনামায় লেখা, ‘যাতে অকারণে দেরি না করে মামলার দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি করা হয় তার জন্যই এই হলফনামা। শুনানির সময় আদালত যা যা প্রমাণ চাইবে তা দেওয়ার সব রকম চেষ্টা করা হবে। আদালতের কাছে অনুরোধ, দ্রুত শুনানি শুরু হোক।’