
স্টাফ রিপোর্টার: বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনানের পিতা দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও দুর্গাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের গতকাল দুটি নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় তার প্রিয় কর্মস্থল দুর্গাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ছয়টায়। এসময় দুর্গাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকষ পুলিশের দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদকে গার্ড...
Developed by BDITHOST