নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:২৯। ১০ আগস্ট, ২০২৫।

সাংবাদিক তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

আগস্ট ১০, ২০২৫ ১২:২১
Link Copied!

জহিরুল ইসলাম : নৃশংস হত্যাকান্ডের শিকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। প্রকাশ্য এ হত্যাকান্ডের প্রতিবাদে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভাঙ্গার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন- অসংকোচ প্রকাশের দূরন্ত সাহস নিয়ে, দূর্ণীতির বিরুদ্ধে আপোষহীন ছিলেন সমকাল’র ফরিদপুর ব্যুরো প্রধান নির্ভীক সাংবাদিক গৌতম দাস। সত্য প্রকাশে জীবন দিতে হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনীর মত তুহিনকেও। সারাবাংলাদেশে সাংবাদিকতা পেশা আজ অভিশপ্ত পেশায় পরিণত হয়েছে। তাই, সরকারকে পেশাদার সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা-না হলে আগামীতে সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন- আসাদুজ্জামান তুহিন সহ সারাদেশে যে সকল সাংবাদিকদের উপর নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি সহ নিহত সাংবাদিকদের হত্যাকান্ডের ঘটনা রয়েছে সেগুলোকে দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে।
যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও দৈনিক প্রলয়ের ফরিদপুরের ক্রাইম রিপোর্টার ওহিদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠের সম্পাদক মজিবর মুন্সী, নয়া দিগন্ত’র প্রতিনিধি এটিএম ফরহাদ নান্নু, সমকাল’র প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, মাইটিভি চ্যানেলের প্রতিনিধি সরোয়ার হোসেন, প্রতিদিনের কাগজ’র প্রতিনিধি জাকির মুন্সী, দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ শেখ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য জনসম্মুখে চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।